প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ১৩:৪৭ (সোমবার)
স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে  রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

 

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সহ সভাপতি-১ অ্যাডভোকেট মো. কামাল হোসেইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন, যুগ্ম-সম্পাদক-২ অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান, সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোফায়েল আহমেদ ও অ্যাডভোকেট এ.এইচ.এম ওয়াসিম, উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন।

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমেদ, সাবেক সহ সভাপতি-২ অ্যাডভোকেট মো. আব্দুল হাই,  সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার, সাবেক লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন সর্বঅ্যাডভোকেট মো. আলী হায়দার, মোঃ শফিকুল ইসলাম, চৌধুরী আতাউর রহমান আজাদ, মোহিত লাল ধর, সৌরভ দত্ত চৌধুরী, পিকলু রায়, দেবব্রত চৌধুরী লিটন, মোহাম্মদ কুতুব উদ্দিন, নিরঞ্জন দত্ত খোকনসহ প্রমুখ আইনজীবীবৃন্দ। 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত