প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ১৫:২১ (সোমবার)
শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক মঞ্জুশ্রী চৌধুরী আর নেই

শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেটের সহধর্মিনী অধ্যাপক মঞ্জুশ্রী চৌধুরী আর নেই (দিব্যান লোকান স্বা গচ্ছতুঃ)।
 

তিনি রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরের লামাবাজারস্থ নিজ বাসায় (ছায়ানীড়-২৭) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

অধ্যাপক মঞ্জুশ্রী চৌধুরীর মৃত্যুর খবর শুনে তাঁকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর বাসায় শুভাকাক্সক্ষীরা জড়ো হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
 

প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান সিলেট নগরের চালিবন্দরস্থ মহাশ্মশানে এদিন বেলা সাড়ে ১২টায় সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫