প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৩ ০২:৫০ (বুধবার)
কী অভিমান ছিল বাবুলের?

সিলেটে মায়ের সাথে অভিমান করে এক যুবক আত্মহনন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাবুল মিয়া (১৯) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বাবুল সুনামগঞ্জ জেলা সদরের ষোলঘরের মো. জালাল মিয়ার ছেলে। সে সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুরে ইকবাল মিয়ার কলোনিতে ভাড়া থাকতো।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাবুলের মরদেহ তার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মায়ের সাথে অভিমান করে বাবুল আত্মহনন করেছে বলে জানা গেছে। তবে কী নিয়ে মায়ের উপর অভিমান করেছে সেটা জানা যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/ নুরুল/ শাদিআচৌ