প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৩ ১১:৪৬ (সোমবার)
ফেঞ্চুগঞ্জে সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী এম এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের  উদ্যোগে  অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


শুক্রবার (৩১ মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীন।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের নব নির্বাচিত  চেয়ারম্যান আহমেদ জিলু,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আবজাল হোসাইন,  ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল,  ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবজাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবী আছকির আলী, রাজনীতিবীদ টিপু সুলতান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবী শফিকুর রহমান।


ক্রীড়া সংগঠক মাজহারুল ইসলাম রাসেলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নবপ্রান আইডিয়াল স্কুলের পরিচালক শাহরিয়ার নাজিম। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী খসরুজ্জামান লাভলু, সাইফুল ইসলাম  ছোটন।

 

আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৩