প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৩ ১৬:৪৫ (রবিবার)
হবিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালা উদ্দিনের দেড় বছরের শিশু কন্যা জান্নাত আক্তার ও একই গ্রামের মহি উদ্দিনের চার বছরের শিশু পুত্র ইয়াসিন আহমেদ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের কাছে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা খেলতে খেলতে পুকুরের পানিতে পরে ডুবে যায়। জান্নাত ও ইয়াসিন সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাদেরকে খোজাখুজি শুরু করে। 

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে জান্নাত ও ইয়াসিনের মরদেহ ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাজহার হোসেন নাহিদ তাদেরকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মো. আবুল খয়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম খানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 


সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর