প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৩ ১৯:৪৪ (সোমবার)
কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আর নেই

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…রাজিউন। শনিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
 

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ৭ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১ টায় স্থানীয় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আব্দুর রাজ্জাক অবিভক্ত  “ছাতক-কোম্পানীগঞ্জ” এর বৃহৎ এরিয়া নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়াও এলাকায় সালিশ বিচারের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। 

এদিকে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যান তার বাড়িতে।
 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/পল্লব-৮