প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৩ ১৮:১৩ (শনিবার)
১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা

আগামী মঙ্গলবারে সিরিজের একমাত্র ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মাঝেই টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকা দিয়েই এই টেস্ট ম্যাচ উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমী জনগণ।
 

একমাত্র টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্টটি।

ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ১০০০ টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৩০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা নির্ধারিত হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৩