সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চার কর্মকর্তাকে বদলি করে একই ইউনিটের অন্য পদে বদলি করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম-বার, পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমনটি করা হয়।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি জানান- এই আদেশে এসএমপি’র শাহপরাণ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে।
অপরদিকে, শাহপরাণ থানার বর্তমান ওসি সৈয়দ আনিসুর রহমানকে এসএমপি’র ‘এস্টেট এন্ড ডেভেলপমেন্ট (ই এন্ড ডি)’ শাখার পরিদর্শক করে বদলি করা হয়েছে।
এছাড়া এসএমপি’র ই এন্ড ডি শাখা থেকে গোয়েন্দা পুলিশের পরিদর্শক করা হয়েছে বিশ্বজিত দেব-কে এবং গোয়েন্দা বিভাগের পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাসকে এসএমপি কোর্টের প্রসিকিউশন বিভাগে পরিদর্শক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম