বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। সেইসাথে আজকে কথাবার্তা নাই এমন অবস্থায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো সেটির সুনির্দিষ্ট তদন্ত চাই আমরা। এটি নিছক অগ্নিকাণ্ড নাকি অন্যকিছু সেটি দেখার দায়িত্বে যারা রয়েছেন তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন বলে এদেশের মানুষ আশা করে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিলেট বিভাগীয় কৃষকদলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৪