প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩ ১৬:১১ (রবিবার)
মৃত্যুর কাছে হার মানলেন সুমা

(প্রতীকী ছবি)

সিলেটে ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সুমা দাস (২৬) নামের এক গৃহবধূ। তিনি গত ১৬ মার্চ অগ্নিদ্বগ্ধ হয়েছিলেন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢলে মৃত্যুর কোলে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান, এয়ারপোর্ট থানাধীন দলদলি চা-বাগান এলাকার বিক্রম দাসের মেয়ে সুমা দাস গত ১৬ মার্চ মধ্যরাতে শীত অনুভূত হওয়ায় ঘরের চুলায় আগুন জ্বেলে তাপ নেওয়ার সময় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এসময় তার শরীরের কোমরের নীচ হতে পা পর্যন্ত পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ১০টার দিকে সুমা মৃত্যুবরণ করেন।

লাশের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম