রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজন করছে ‘বর্ষবরণ উৎসব ১৪৩০’।
এবারের উৎসব উদ্বোধন করবেন সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস।
উৎসবে সংগীত-নৃত্য পরিবেশন করবেন- বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট শাখা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, সুরাঞ্জলি, চারুবাক, নৃত্যশৈলী।
উৎসব চলবে সকাল ৯ টা হতে দুপুর ১২ পর্যন্ত।
আবহমান বাংলার শ্বাশত মিলনোৎসব পহেলা বৈশাখে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দলোকের পরিচালক, রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮