প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩ ২২:০৫ (রবিবার)
গোয়াইনঘাটে সরকারি গাছ কাটার অভিযোগ

গোয়াইনঘাটে গোপাট (রাস্তা) থেকে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম ও জাতুগ্রাম মৌজার গ্রামবাসী ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দাযের করেছেন।
 

অভিযোগের প্রেক্ষিতে ভুমি অফিসের কর্মকর্তা কাটা গাছ জব্দ করেছেন।
 

ইউএনও বরাবরে দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম ও জাতুগ্রাম মৌজার মধ্য দিয়ে একটি সরকারি গোপাট রয়েছে আরগোপাটের দুই পাড়ে প্রচুর পরিমান হিজল ও করচ গাছ আছে। এই গোপাট দিয়ে শনিরগ্রাম, জাতুগ্রাম এবং সতি গ্রামের লোকজন গরু মহিষ নিয়ে হাওরে এবং ক্ষেতের মাটে যাতায়াত করেন। গত ২/৩ দিন যাবত লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন মিলে গোপাট থেকে ১০ হিজল গাছ ও ৮ করচগাছ কেটে ফেলেন। গ্রামবাসী বাঁধা দিলে উল্টো তাদেরকে মামলা হামলার ভয় দেখান জহির উদ্দিন গংরা।
 

এদিকে ১২ এপ্রিল (বুধবার) গ্রামবাসী পক্ষে আতাফুল মিয়া বাদী হয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দাযের করেন। পরে ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা উস্তার আলী ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ জব্দ করে।
 

গোয়াইনঘাট ইউএনও মো. তাহমিলুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তহসিলদার পাটিযেছি এবং তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেব।
 

ইউনিয়ন ভুমি কর্মকর্তা উস্তার আলী জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কাটা গাছ জব্দ করেছি।

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১৯