মৌলভীবাজার কমলগঞ্জে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মণিপুরি ললিতকলা একাডেমী, ধ্রুপদি নৃত্যালয় ও কিশোর কিশোরী ক্লাবের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৪