প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ২২:১০ (রবিবার)
সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব হল পবিত্র ঈদুল ফিতর। সিলেটসহ দেশবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী ।

এক শুভেচ্ছা বার্তায় ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ধনী-গরীব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন। ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে  সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে।

ঈদুল ফিতর একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞাপন/পিডি