প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩ ০০:৪১ (রবিবার)
ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেলেন শ্রমিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানবাহী ট্রাক্টরের চাপায় হাফিজুর মিয়া (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ওই গাড়িরই শ্রমিক ছিলেন।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং-কাদিরগঞ্জ সড়কের শুটকি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাও ইউনিয়নের যন্তইর মিল্লিক গ্রামের সজিদ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে বানিয়াচংয়ের একটি আড়তে ধান খালাস করে ঘাতক ট্রাক্টরটি বানিয়াচং থেকে কাদিরগঞ্জের দিকে রওয়ানা দেয়। এসময় ওই সড়কের শুঁটকি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পার্শবর্তী গভীর খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাফিজুর মিয়ার মৃত্যু হয়। তবে ঘটনার পর গাড়িটির চালক ও তার অপর সহযোগী পালিয়ে যান। 

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। পরে বানিয়াচং থানায় লাশ নিয়ে আসা হয়। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সিলেটভিউ-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডটকম / জসিম / ডি.আর