প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩ ১৮:৩৪ (বুধবার)
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

শেষের পথে ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট আসর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩২টি ক্লাবের মধ্যে টিকে আছে মাত্র চারটি- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও এসি মিলান। তুরস্কের ইস্তাম্বুলে আগামী ১১ জুন অনুষ্ঠেয় ফাইনালে যে কোনো এক ক্লাবের হাতে উঠবে পরম আকাঙ্ক্ষিত শিরোপা।
 

প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দুই লেগেই তারা ইংলিশ ক্লাব চেলসিকে দুই গোলের ব্যবধানে হারিয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। 


এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইন্টার ও এসি মিলান। ২০০৪-০৫ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে মিলান ডার্বির সাক্ষী হয়েছিল ফুটবলপ্রেমীরা। দীর্ঘ ১৮ বছর পর আবারও চ্যাম্পিয়ন লিগে মিলান ডার্বি দেখার অপেক্ষায় সবাই। এবারের লড়াইটা হবে ফাইনালে উঠার জন্য।
 

অন্যদিকে, বেনফিকাকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রেখেছে ইন্টার মিলান। আর এ টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সেরা দল এসি মিলানও দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। ২০০৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল এসি মিলান।

 

সিলটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি