প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৩ ০১:১৬ (রবিবার)
ঝড়ে ভেঙ্গে পড়ল গাছ, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হঠাৎ কালবৈশাখী ঝড়ে জেলার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গাছ ভেঙে পড়ে মোটর সাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত তরুণের নাম রনি (২৫)।

বৃহস্পতিবার (২০শে এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। রনি রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রনিসহ তাঁরা তিনজন মোটর সাইকেলযোগে রাজনগর শহরে আসছিল। হঠাৎ কালবৈশাখী ঝড় আসলে রাস্তার পাশের একটি গাছ ভেঙে তাদের মোটর সাইকেল উপরে পড়ে যায়। তখন ঘটনাস্থলে রনি মারা যায়। সাথে থাকা দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/টিএফ/পিডি