প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৩ ১৪:১৫ (সোমবার)
সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকার বজ্রপাতে এক কৃষকের মুত্যুর খবর পাওয়া গেছে। নিহত বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকার আনছার আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আনছার আলী মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বজ্রপাতে কৃষকের মুত্যুর ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/জিল্লুর/ইআ-০৫