প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩ ১৩:২৩ (সোমবার)
সিলেটে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

সিলেটে বিপুল পরিমান  পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জালালাবাদ থানার পূর্বদর্শা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রর নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।


আটককৃত মো. হাবিবুর রহমান (২৫)। সে সিলেটের জালালাবাদ পূর্বদর্শা এলাকার মো. শামিম আহমদের ছেলে।


সোমবার (২৪ এপ্রিল) এসএমপি সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, রোববার (২৩ এপ্রিল) রাত দেড়টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে পূর্বদর্শা এলাকার হাবিবুর রহমানের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির ২০ হাজার টাকা জব্দ করে। এ সময় মো. হাবিবুর রহমানকে আটক করা হয়।
 
আটককৃত মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩