প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩ ১৬:১২ (সোমবার)
দোয়ারাবাজারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ফ্রান্স প্রবাসী

আনন্দঘন মূহুর্তটিকে স্মৃতির পাতায় ধরে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ের পীড়িতে বসেন ফ্রান্স প্রবাসী বর রশিক আলী।
 

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ভবানীপুর মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জ শহরস্থ পানসী রেস্টুরেন্টে বিয়ের আসরে উপস্থিত হন ফ্রান্স প্রবাসী বর রশিক আলী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে  বিকেলে কনে সোনিয়াকে নিয়ে একই মাঠে অবতরণ করেন বর রশিক আলী। এ সময় হেলিকপ্টারে চড়ে আসা নব দম্পতিকে একনজর দেখতে সেখানে ভিড় জমান শিশু কিশোরসহ হাজারো উৎসুক জনতা। তবে ভিড় সামলাতে ও নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন এলাকার একঝাঁক স্বেচ্ছাসেবি।
 

ফ্রান্স প্রবাসী বর রশিক আলী সুনামগন্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। কনে মুরশিদা আক্তার সোনিয়া সুনামগঞ্জ পৌরসভার ৬২ আ/এ মোহাম্মদপুরের ফরিদ আহমেদ আর্মির মেয়ে।

আবেগ আপ্লূত কন্ঠে বরের মা করফুল নেছা বলেন, উচ্চাভিলাসী প্রবাসী ছেলের ব্যতিক্রমি এ বিয়ের ব্যতিক্রমি আয়োজনে আমরা পরিবারের সবাই গর্বিত। আমরা এমনটাই কামনা করছিলাম। তাদের দাম্পত্য জীবন যেনো উজ্জ্বল ও সুখময় হয়- এ কামনা সকলের প্রতি।



 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০২