সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালিক মৃনালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খন্দকার আব্দুল মুক্তাদির।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, ৮নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার প্রবীণ মুরব্বী ও ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি আব্দুল খালিক মৃনালের মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ মরহুম আব্দুল খালিক মৃনালকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫