প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৩ ২০:২৪ (শুক্রবার)
শান্তিগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় নব জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রায়পুর কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের বিষয়টি শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্রে জনা যায়, শুক্রবার বিকালে পাগলা বাজার সংলগ্ন টিএনটি অফিসের পাশে লাউয়া খালে পরিত্যাক্ত অবস্থায় একটি নবজাতক শিশুর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় লোকজনের জটলা দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারও ঘটনাস্থলে যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ইউপি চেয়ারম্যানের তত্বাবধানে লাশ লাশটি রায়পুর কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় ও পুলিশের ধারণা, ছেলে শিশুটির বয়স ১ মাস হবে। পেটের সাথে নাড়ী লাগানো ছিলো।
 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের তত্বাবধানে লাশটি রায়পুর কবরস্থানে দাফন করা হয়।



 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৫