প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩ ১৭:২৫ (বুধবার)
আন্তর্জাতিক নৃত্য দিবসে ‘নৃত্যশৈলী সিলেট’র নানা আয়োজন

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট এর উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর রিকাবীবাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনাবন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও শাহাজাদা নাহিয়ান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও নৃত্যশৈলী সিলেট এর উপদেষ্টা দেবজিৎ সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, প্রাক্তন সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুই।




 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮