প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩ ১১:৩০ (শুক্রবার)
ডায়রিয়ার প্রাদুর্ভাব হাসপাতালের ফ্লোরে রোগী

এক মাসে সাড়ে তিন’শ ডায়রিয়া আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সিট খালি না থাকায় অনেক ডায়রিয়ায় রোগীকে ফ্লোরে চিকিৎসা সেবা দেওয়া হলেও বাস্তবে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্তের চিত্র ভিন্ন। স্থানীয় হাট-বাজারের ফার্মেসী ও বিভিন্ন ক্লিনিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের কয়েক’শ মানুষ চিকিৎসা নিয়েছেন। তবে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এচিত্র হবিগঞ্জের মাধবপুর উপজেলার। প্রচন্ড দাবদাহ ও বিশুদ্ধ পানির সংকটে হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 


ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর স্বজন অভিযোগ করেন, হাসপাতাল থেকে ওষুধ ও স্যালাইন না পেয়ে বাজার থেকে ক্রয় করতে হয়েছে।

 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, ডায়রিয়ায় আক্রান্ত অসংখ্য রোগী প্রতিদিন হাসপাতালের আউটডোর-ইনডোরে চিকিৎসার জন্য আসছেন। হাসপাতালে স্যালাইন ও ওষুধের কোন সংকট নেই। সকল ডায়রিয়া রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা ও ওষুধ পত্র প্রদান করা হচ্ছে। ব্যাকটেরিয়াল ইনফেশন, ভাইরাল ইনফেকশন, পানি ও খাদ্যে পরজীবী, খাদ্যে বিষক্রিয়াসহ নানা কারণে ডায়রিয়া সংক্রমণের কারণ। 

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০২