প্রকাশিত: ০১ মে, ২০২৩ ২১:০৯ (শনিবার)
কানাইঘাটে ৯ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

কানাইঘাট উপজেলার ৯ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করা হয়েছে।
 

সোমবার (১ মে) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের সম্মতিক্রমে কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করেছেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন।
 

কমিটিতে দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দরা হলেন- ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা কামাল, সদস্য সচিব আলী আহমদ চৌধুরী। ২ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রায়হান উদ্দিন, সদস্য সচিব মাসুম আহমদ। ৩ নং দিঘীরপার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লা বাহার, সদস্য সচিব ইব্রাহিম আলী। ৪ নং সাতবাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আমিনুর রশিদ, সদস্য সচিব শামিম আহমদ। ৫ নং বড়চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব মো. রুহুল আহমদ। ৬ নং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল হাসনাত,সদস্য সচিব রুকন আহমদ। ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুস্তাক আহমদ, সদস্য সচিব আবুল বশর। ৮ নং জিংগাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব জয়, সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী। ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হুসেন চৌধুরী,  সদস্য সচিব সাব্বির রহমান তারেক।
 

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে সব কয়টি  ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেন।



 

সিলেটভিউ২৪ডটকম/প্র্রেবি/এসডি-২১