প্রকাশিত: ০২ মে, ২০২৩ ১০:৪০ (মঙ্গলবার)
দুবাইয়ে চুনারুঘাট প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ আমিরাতের সভাপতি আলহাজ্ব আব্বাস উদ্দিন। 

সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রঙ্গু ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম (সিআইপি)।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান (দ্বিতীয় সচিব) মোজাফফর হোসেন, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো: তৈয়ব আলী তালুকদার, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাহুবল সমিতির প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আব্দুল আওয়াল, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রুজেল তরফদার, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি শেখ দরবেশ আলী, সহ সভাপতি মমিনুল হক রাসেল। 

আরো বক্তব্য রাখেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুবের আহমদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ইউএই কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতান আহমদ, হবিগঞ্জ ইউনিটি আজমানের সাংগঠনিক সম্পাদক জুনাইদ আলম আলফু, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ আহমদ জমাদার, সমাজ কল্যাণ সম্পাদক সুহেল মিয়া প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া।  অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নোমান আহমদ হানিফ।

বক্তারা বলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সকল হত দরিদ্র মানুষের পাশে থেকে সব সময় চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। গরীব ও অসহায় মানুষদের আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে সবাইকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের সকল সমস্যায় এই সংগঠন কাজ যাচ্ছে।