প্রকাশিত: ০২ মে, ২০২৩ ১৮:২৯ (শনিবার)
মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুরে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্যের ‘ঘুষ দূর্নীতি’র প্রতিকার চেয়ে ও সৌরভ পাঠানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে  মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের লোকজন।
 

মঙ্গলবার (২ মে)  বিকাল ৫ টার সময় মাধবপুর উপজেলা পরিষদ কম্পাউন্ডের পাশে ঢাকা-সিলেট মহাড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়।
 

মানববন্ধনে এলাকার লোকজন অংশগ্রহন করেন।

বক্তব্য রাখেন- জাকির হোসেন, সৌরভ পাঠানের মা মিনুয়ারা বেগম, ছুট্টো  মিয়া আলী আমজাদ পাঠান, শিরু মিয়া, হিরা মিয়া, সুমন খান, বাদল মিয়া, জরিনা বেগম প্রমুখ।
 

বক্তারা বলেন, “দূর্ণীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্যের ঘুষ বানিজ্যের শিকার আফরিনা আজিজুন্নাহার ও তার চার বান্ধবীকে বদলীর রিলিজ স্লিপে স্বাক্ষর দেওয়ার নাম করে মোটা অংকের উৎকোচ গ্রহন। তাদের সাথে দূর্ব্যবহারের প্রতিবাদ করায় আফরিনার ভাই সৌরভ পাঠানের সাথে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনায় মিথ্যা মামলা দিয়ে সৌরভকে হয়রানীর প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচী।”
 

তারা বলেন, ‘শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্যের সাবেক কর্মস্থলসমুহে খোঁজ নিলে তার অনেক অপকর্মের খবর বেরিয়ে আসবে।উন্মোচিত হবে তার মুখোশ।’
 

বক্তারা সৌরভ পাঠানের মুক্তির দাবি তুলেন এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত উদঘাটন করার আহবান জানান।


 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-৪২