সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. আব্দুল হাকিম।
মঙ্গলবার (২মে) বিকাল ৩টায় নগরের মেন্দিবাগস্থ সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন প্রার্থী নিজেই।
বিষয়টি কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল হাকীম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আব্দুল হাকীম জানান, ওয়ার্ড বাসীর দাবীর প্রেক্ষিতে আমি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। আমি কাউন্সিলর নির্বাচিত হলে আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে এই নগরে প্রতিষ্ঠা করব।১০ নং ওয়ার্ড বাসীর উন্নয়নে আমার সমস্ত মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে কাজ করে একটি স্মার্ট ওয়ার্ড উপহার দিব ইনশা আল্লাহ।
মনোনয়ন পত্র সংগ্রহকালে ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে বৃস্পতিবার (২৭ এপ্রিল) থেকে।সিলেট সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে,বাছাই ২৫ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। এরপর ২১ জুন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডালিম/মিআচৌ