প্রকাশিত: ০৩ মে, ২০২৩ ১৬:৪৬ (শুক্রবার)
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ মে) দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তার ছয় সফর সঙ্গীর সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

 

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এসএপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সিলেট মহানগরী সফর করায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এসএপি কমিশনার এবং সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, ইন্দোনেশিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত