প্রকাশিত: ০৪ মে, ২০২৩ ০০:৪৭ (বৃহস্পতিবার)
মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে শাহপরাণ (র.) ব্লকের মতবিনিময়

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় করেছে শাহপরাণ (র.) ব্লক আওয়ামী লীগ পরিবার।

বুধবার (৩ মে) সন্ধ্যায় নগরীর টিলাগড়স্থ চান্দুশাহ আলীয়া মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। সিলেট নগরীর উন্নয়নে তিনি বিশাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু বর্তমান মেয়র সেই অর্থের সদ্ব্যবহার করেননি। সিলেট নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দিয়েছেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নৌকার বিজয় সুনিশ্চিত করবে।

এসময় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে আগামীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। সিলেট নগরী হবে আধুনিক সুযোগসুবিধা সম্বলিত নাগরিকবান্ধব স্মার্ট নগরী।’

আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী মিরনের সভাপতিত্বে ও যুবনেতা আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আওয়ামী লীগ নেতা মুক্তার খান, আবদাল মিয়া, ডা. নাজরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, যুবনেতা বাবলা চৌধুরী, পংকজ পুরকায়স্থ, রায়হান  চৌধুরী, ময়নুল হক, জাহাঙ্গীর আলম রানা, ওয়েস আহমদ, সোহেল আহমদ, মুহিবুস সালাম রিজভী, জহিরুল চৌধুরী মাসুম, এ এস মুন্না, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, রফিকুল ইসলাম জুয়েল, ফজলু মিয়া, ফয়সল মেম্বার, নুর নবী মেম্বার, কবিরুল ইসলাম, তুহিন আহমদ, জামাল আহমদ, ফরহাদ খান, রশিদুল ইসলাম রাশেদ, মশাহিদ আহমদ,  জব্বার আহমদ পাপ্পু, শাহ জুনেদ, লোকমান তালুকদার, সাজ্জাদ, গোলাম রহমান চৌধুরী রাজন।

সভায় উপস্থিত ছিলেন আলী আশরাফ, এম এ মুকিদ, সুমন শীল, তানবির হাসান, মারুফ আহমদ, এমদাদুল হক উবেদ, জাকির নুর চৌধুরী, সোহেল আহমদ চৌধুরী,  জুনেদ, ফয়সল আহমদ, জাকারিয়া, সানি, মহরম আলী, ইসতিয়াক চৌধুরী, ফয়সল খান, সামসুল লেচু, বাদশা মিয়া, জিল্লুর রহমান, সুজা, সরফ উদ্দিন সৌরভ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি