প্রকাশিত: ০৬ মে, ২০২৩ ১৬:৪০ (শনিবার)
রান্নার মশলায় গোবর, ইউটিউব থেকে ভিডিও সরানোর নির্দেশ !

রান্নাকে সুস্বাদু করতে ব্যবহার করা হচ্ছে গোমূত্র ও গোবর। এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। যা নিয়ে ভারতের হাইকোর্টে  রোষের মুখে পড়েছে গুগল। সম্প্রতি দ্রুত ভিডিওগুলো ইউটিউব থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 

জানা গেছে, ভিডিওগুণোর মাধ্যমে ‘ক্যাচ’ এর মতো মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে। তাদের ভাবমূর্তি নষ্ট করা এবং অপমান করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব, ভিডিওগুলো সরিয়ে ফেলতে হবে গুগলকে।


বিচারপতি সঞ্জীব নারুলা আদালতকে জানান, ইউটিউবে ভিডিওগুলোতে ভুয়া তথ্য দেওয়া হয়েছে। যা অনেকই বিশ্বাস করেন। অনেকেই মনে করছেন মশলায় গোমূত্র কিংবা গোবর রয়েছে। যতদিন যাবে, ততই এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। সেই কারণেই এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
 

ইতোমধ্যেই এ ধরনের ভিডিও আপলোড করার জন্য দুই অভিযুক্তকে আদালতের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা শুনানি এড়িয়ে গেছেন।

তবে গুগল আদালতকে জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে ইতোমধ্যেই এই সংক্রান্ত তিনটি ভিডিও মুছে ফেলা হয়েছে।


ইউটিউবে অপমানজনক এবং ভুয়া তথ্যের এমন ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন। তাই হাইকোর্টের দ্বারস্থ হয় ‘ক্যাচ’। এমন ভিডিও তাদের ব্যবসায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি