প্রকাশিত: ০৭ মে, ২০২৩ ১৯:৫৮ (সোমবার)
সিলেটে পুলিশের ঘরে সাপের আস্তানা!

সিলেটে এক পুলিশ সদস্যের বাসা থেকে ৪টি বিপজ্জনক সাপ ধরেছেন সাপুড়ে। রবিবার (৭ মে) বেলা ২টার দিকে সিলেট মহানগরের কাষ্টঘরে ৫৫ নং বাসায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সদস্য এমরান হোসেন সিলেটভিউ-কে বলেন- ওই বাসায় তিনি ভাড়া থাকেন। শনিবার রাত ৯টার দিকে তার সন্তানরা ঘরের বাথরুমে গেলে ২টি সাপ দেখে চিৎকার দিয়ে উঠেন। এসময় পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে ইব্রাহিম মিয়া নামের এক সাপুড়েকে খবর দিলে তিনি রবিবার বেলা ২টার দিকে এমরানের বাসায় উপস্থিত হয়ে নিজস্ব পদ্ধতিতে ৪টি সাপ ধরেন।

সাপগুলো দুধরাজ জাতের বলে জানিয়েছেন সাপুড়ে ইব্রাহিম।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম