প্রকাশিত: ০৮ মে, ২০২৩ ১৬:২৭ (বৃহস্পতিবার)
সিলেটে তীব্র গরম, ৩ কারণ ও কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। এক দিনের ব্যবধানে বেড়েছে এ গরম। আজ সোমবার (৮ মে) বেলা ২টার পরে সিলেটের তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই-তিন দিন এমন গরম থাকতে পারে। আর তাপপ্রবাহের পরিধি বিস্তৃত হতে পারে এবং তিন কারণে এত গরম পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে- সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে ও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়- তিনটি কারণে তাপমাত্রা বাড়ছে। এক, এপ্রিল ও মে মাস দেশের উষ্ণ মাস। গত এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এ দুই মাসের বৈশিষ্ট্যের কারণেই এখন গরম বেশি।

দ্বিতীয় কারণ হলো- কম বৃষ্টি হওয়া। মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বৃষ্টি হলেও গত দুই দিন বৃষ্টি একেবারেই কম। আর এ কারণে গরম বাড়ছে।

আর তৃতীয় কারণ হলো- সাগরে সৃষ্ট লঘুচাপের কথা বলেন। তাঁর মতে, এখন সাগর থেকে হাওয়া আসছে না; বরং ভূপৃষ্ঠের হাওয়া সাগরের দিকে ছুটছে। আর এ কারণে গরম বেশি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম