সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের হুমায়ুন চত্বর সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটাদের কাছে প্রার্থীর পক্ষ থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে ৯ মে মঙ্গলবার বিকালে গণসংযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগরের ২০নং ওয়ার্ড সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শহিদুর রহমান।
গণসংযোগে অংশ গ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর এর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সহ সভাপতি সৈয়দ মোজাফফর হোসেন রুহেল ও সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছয়েফ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কাদির পাওয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সারওয়ার, সদস্য মোহাম্মদ নুরুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ রাজু, ছাত্রলীগ নেতা সাকলাইন দেওয়ান রুজেল প্রমুখ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর এর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর গণসংযোগকালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং প্রতিটি ভোটারের ঘরে ঘরে লিফলেট বিতরণ করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার জন্য ভোট কামনা করেন।
নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ অব্যাহত রয়েছে জানিয়ে এডভোকেট কিশোর কুমার কর বলেন, স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী সিলেট সিটি কর্পোরেশনকে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় দেয়ার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮১