প্রকাশিত: ১০ মে, ২০২৩ ১১:২৭ (বৃহস্পতিবার)
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন এমইউ’র সহকারী অধ্যাপক উর্মি ঘোষ

সিলেট বিভাগের শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক উর্মি ঘোষ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ভারতের ইউনিভার্সিটি অব কল্যাণী থেকে এই ডিগ্রি অর্জন করেন তিনি।

উর্মি ঘোষের ডক্টরাল অভিসন্দর্ভের শিরোনাম হচ্ছে “Marketing Strategy of Mutual Funds and Investors’ Perception: A Study in the context of India and Bangladesh”।

উর্মি ঘোষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ মেজরসহ ২০১২ সালে  গ্র্যাজুয়েশান (বিবিএ) ও ২০১৩ সালে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট মেজর নিয়ে বিষয়ে পোস্টগ্র্যাজুয়েশান (এমবিএ) কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। ভারতের আইসিসিআর স্কলারশিপ নিয়ে তিনি ইউনিভার্সিটি অব কল্যাণী থেকে দ্বিতীয় এমবিএ করেন ২০১৫ সালে। ২০১৬ সাল থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে আসছেন তিনি।

এদিকে, উর্মি ঘোষ পিএইডি ডিগ্রি অর্জন করায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে