প্রকাশিত: ১০ মে, ২০২৩ ১৭:৫৩ (মঙ্গলবার)
অসহনীয় গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

সিলেটে গত ৩-৪ দিন ধরে চলছিলো টানা বৈশাখী দাবদাহ। এমনিতে এ সময় স্বাভাবিক বৃষ্টির জলধারায় সিক্ত হওয়ার কথা প্রকৃতির। কিন্তু তা না হয়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সিলেটের জনজীবন।

গত ৩ দিনের মতো বুধবারও (১০ মে) দিনমান প্রখর রৌদ্রতাপের ফলে বয়ে যাচ্ছিলো অসহনীয় গরম। গরম থেকে রক্ষা পেতে মানুষের প্রার্থনা ছিলো বৃষ্টি। অবশেষে বুধবার শেষ বিকেলে সিলেটে দেখা মিলেছে এক পশলা স্বস্তির বৃষ্টির।

বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে শুরু হয় দমকা হাওয়া মাঝারি ধরনের বৃষ্টি। এ রিপোর্ট লেখা (পৌনে ৬টা) পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো। 

জানা যায়, গরম ও বিদ্যুৎ বিভ্রাটে সিলেটে জনজীবন হয়ে পড়েছিলো অতিষ্ঠ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে কষ্ট পাচ্ছিলেন সবচেয়ে বেশি। তবে বিকেলে হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হওয়ায় স্বস্তি ফিরেছেন সিলেটের জনজীবনে। শহরের বাসা-বাড়ির ছাদে অনেককেই বৃষ্টিতে ইচ্ছে করে ভিজতে দেখা গেছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম