প্রকাশিত: ১০ মে, ২০২৩ ১৯:৫৪ (শুক্রবার)
জুড়ীতে প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে প্রতারণা মামলায় বাহার উদ্দিন উজ্জ্বল নামে এক ব্যবসায়ীকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
 

জুড়ী কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী বাহার উদ্দিন উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের বাসিন্দা রুহুল আমিনের পুত্র।
 

তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাহার উদ্দিনের বিরুদ্ধে গাজীপুরে একটি প্রতারণা মামলায় (সি.আর ১০০৭/২২ইং, ধারা ৪২০/৪০৬/৫২০ দন্ডবিধি) গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছিল। মঙ্গলবার (৯ মে) রাতে জুড়ী থানার এ.এস.আই মহিউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।
 

এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে গাজীপুর জেলায় টাকা আত্মসাতের ঘটনায় একটি প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। আসামীকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২০৫