প্রকাশিত: ১০ মে, ২০২৩ ১৯:৫৭ (বৃহস্পতিবার)
মাধবপুরে সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ

হবিগঞ্জের মাধবপুরে হঠাৎ করে অপসাংবাদিকতা বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মাধবপুর প্রেসক্লাব।

বুধবার (১০ মে) এ বিষয়ে এক সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- উপজেলায় সাংবাদিকতার নামে অপসাংবাদিক বেড়ে গেছে সম্প্রতি। সাংবাদিক পরিচয়ে কতিপয় লোকের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও হোটেলে অবৈধ ব্যবসা অভিযোগ উঠেছে। এদের কারণে সাধারন মানুষ ও মূলধারার সাংবাদিকরা বিভ্রত হচ্ছেন প্রতিনিয়ত। কোনো অনুমোদন ছাড়াই টিভি নামে ইউটিউব ও ফেসবুকে অ্যাকাউন্ট ও পেইজ এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল খুলে বিভিন্ন অপরাধীর হাতে পরিচয় পত্র তুলে দিচ্ছেন অনেকে। এসব পরিচয়পত্র বহন করে অপরাধীরা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া সাংবাদিক পরিচয়ে তারা প্রশাসনে গিয়ে দাপট দেখাচ্ছে। 

এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার জোর দাবি জানান মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

এ সভায় সভাপতিত্ব করেন মাধবপুর প্রেসক্লাবের মোহা. অলিদ মিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির হাসান। 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহসভাপতি সুব্রত দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সদস্য রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন, আইয়ূব খান, হীারেশ ভট্রাচার্য্য হিরু, সানাউল হক চৌধুরী শামীম আবুূল হোসেন সবুজ, রাজিব দেব রায় রাজু, জামাল মোঃ আবু নাসের, বিকাশ বীর, একরামুল আলম লেবু, নাহিদুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / শামীম / ডি.আর