প্রকাশিত: ১০ মে, ২০২৩ ২০:৪৮ (বৃহস্পতিবার)
‘সিলেট ড্রিম টাচ ফাউন্ডেশন বিডি’র যাত্রা শুরু

লন্ডন ও সিলেটের যৌথ উদ্যোগে ‘সিলেট ড্রিম টাচ ফাউন্ডেশন বিডি’ নামের একটি চ্যারিটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। 

ইংলান্ডের নর্থাম্পটন শহরের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর বেগম রুফিয়া আশরাফের উদ্যোগে এ সংগঠন আত্মপ্রকাশ করে। 

মঙ্গলবার (৯ মে) রাত ৯টায় সিলেট মহানগরে ‘সিলেট ড্রিম টাচ ফাউন্ডেশন বিডি’র অস্থায়ী কার্যালয়ে ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যরা এটি পরিচালনার বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ হলেন- প্রধান উপদেষ্টা বেগম রুফিয়া আশরাফ, উপদেষ্টা এবি এম আশরাফ (প্রবাসী), উপদেষ্টা সাফকাত কিবরিয়া, সভাপতি অলিউল আনোয়ার সজীব, সহসভাপতি রব্বানী মোস্তফা রাজিব, সাধারণ সম্পাদক এমরান হোসেন ইমন, সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদ বিপলু, কোষাধক্ষ্য মো. শরিফুল এহসান, সহ-কোষাধক্ষ্য মাহবুবুর রহমান দিপু, সাংগঠনিক মো. জাবেদ আহমদ ও সহ-সাংগঠনিক মো. ছাদিকুর রহমান ছাদিক। 

সদস্যরা হলেন- সাকেরা কামাল কলি, ইল্লিন রশিদ চৌধুরী,মাশিয়াত শাকরান চৌধুরী,বিপুল চৌধুরী, রাহেল আহমদ, রোকন উদ্দিন, তুরণ আহমদ তালুকদার, বাবলু চৌধুরী, শামীম আহমদ, মো. সুফিয়ান আহমদ পাপ্পু, এহসানুল হক আবিদ, রুবেন আহমদ, আতিকুর রহমান, সায়মন আহমদ, গোলাম কিবরিয়া, আব্দুস সামাদ আজাদ (প্রবাসী) ও মোস্তাফিজুর রহমান টিপু (প্রবাসী)।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর