সিলেট নগরীর জেল রোড পয়েন্টে সিএনজি মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক মারা গেছেন।
ওই যুবকের নাম সৈয়দ আহমেদ সানি । তিনি কাজীটুলার বিহঙ্গ ৪৮/১নং বাসার মৃত বাদল মিয়ার ছেলে।
রবিবার (৭ মে) সকালে সিলেট নগরীর জেল রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে গুরুতর আহত হন তিনি।
আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন রবিবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ মে) সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
সিলেটভিউ২৪ডটম/নুরুল/পিডি