প্রকাশিত: ১১ মে, ২০২৩ ১৫:৫৫ (সোমবার)
সিলেটে সেচের অভাবে ব্যাহত কৃষি উৎপাদন!

সিলেটে সেচের পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন।

 

সম্প্রতি বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সিলেট বিভাগের অনাবাদি জমি চাষের আওতায় আনয়নে করণীয়ত বিষয়ে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

 

ঐ সময় তিনি জানান, সিলেটে অনেক অনাবাদি জমি আছে। সম্প্রতি সিলেটের ২৭ হাজার হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসা হয়েছে। আরও অনাবাদি জমিতে আবাদ নিশ্চিত করতে কাজ চলছে।

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সিলেটেভিউ২৪ডটকম/ মাহি