মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে একই ইউনিয়নের বিলবাড়ি এলাকার বোরহান উদ্দীনের অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর থানা এলাকাকে মাদক ও জুয়া নির্মূল করার লক্ষ্যে কাজ করছে রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের সার্বিক দিক নিদের্শনায় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার, মো. সওকত মাসুদ ভূইয়া, উবায়েদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন বিলবাড়ী গ্রামের বোরহান উদ্দিনের কাঠের ফার্নিচারের দোকানে অভিযান চালায়। এসময় কাঠের ফার্নিচারের দোকানের ভিতরে জুয়া খেলা অবস্থায় বেড়কুড়ি গ্রামের জুয়াড়ী লিখন মিয়া (৩০), কাইয়ুম উদ্দিন (৫০), আব্দুল হক (৪০), শাহাপুর গ্রামের রমিজ মিয়া (৪৫), হামিদপুর গ্রামের বোরহান উদ্দিন (৪৭), আরফিন আলী (৩৭), এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আবুল হোসেন (৩০), আটক করে। এসময় জুয়াড়ীদের হেফাজত হতে থাকা নগদ টাকা অর্থ ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করতঃ আদালতের মাধ্যমে জেল হাজতে সোর্পদ করা হয়।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারীদের কোন ছাড় দেয়া হবে না। উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিত প্রযোজন।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-২২৬