প্রকাশিত: ১৩ মে, ২০২৩ ১৭:৫১ (শুক্রবার)
ঢাবির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা: সিলেট কেন্দ্রে অনুপস্থিত ৪৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনে 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৯০ শতাংশ।
 

শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

সিলেট বিভাগের ৪৫৭ জন ভর্তিচ্ছুর মধ্যে উপস্থিত ছিলেন- ৪১৩ শিক্ষার্থী;  এতে অংশ নেয়নি ৪৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন 'বি', ডি' ও 'ই' ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের শাবি কেন্দ্রের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।


 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৪২