প্রকাশিত: ১৫ মে, ২০২৩ ১৬:২৯ (বৃহস্পতিবার)
সিলেটে বাড়তে পারে রাতের তাপমাত্রা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সারাদশে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। সকালে সিলেট বিভাগের কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তবে আবারো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সোমবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।


অন্যদিকে আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ড. মো. আবুল কালাম মল্লিক আরও জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সিলেটভিউ২৪.কম/ডেস্ক/ মাহি