প্রকাশিত: ১৫ মে, ২০২৩ ১৬:৪৫ (শুক্রবার)
অবসরের ইঙ্গিত ধোনির, অটোগ্রাফ চেয়ে নিলেন গাভাস্কার

বয়স আর ফিটনেসে কিছুটা ভাটা পড়লেও পারফরম্যান্স বিবেচনায় এখনও বাকি সতীর্থদের টেক্কা দেন মহেন্দ্র সিং ধোনি। চলমান আইপিএলেও দলের সেরা পারফর্মারদের একজন তিনি। এই ফর্ম ধরে রাখতে পারলে নিশ্চিত করেই বলা যায়, সামনের আসরেও খেলার সুযোগ পাবেন চেন্নাই অধিনায়ক। তবে এই আসর দিয়েই হয়তোবা ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। গতকালের ম্যাচে মিলেছে এমনই কিছুর আভাস।
 

ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে এ মৌসুমের শেষ ম্যাচ খেলেছে চেন্নাই। যদিও রাতটা সুখকর হয়নি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে ধোনির দল।

সাধারণত গুরুত্বপূর্ণ কোনো জয় পেলে বা বড় উপলক্ষ থাকলে খেলোয়াড়েরা গ্যালারির সামনে ছুটে যান। তবে কলকাতার কাছে হেরে যাওয়ার পরও পুরো চেন্নাই দলকে দেখা গেল দর্শকদের কাছে যেতে, যার মধ্যমণি ধোনি।
 

ম্যাচ শেষে দলের সবাইকে নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন ধোনি। বাউন্ডারি লাইনের কাছ দিয়ে হাঁটতে হাঁটতে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন অনবরত। দেখে মনে হতে পারে, এ মৌসুমের জন্য চেন্নাই দল স্থানীয় দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছে না, ধোনিই বিদায় নিচ্ছেন। এ সময় ধোনিকে দর্শকদের উদ্দেশে টেনিস র‍্যাকেট দিয়ে জার্সি, বল ও অন্যান্য স্মারক ছুড়ে দিতে দেখা যায়।
 

এর মধ্যেই ধোনির কাছে ছুটে যান ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ধোনির অটোগ্রাফ নেন তার শার্টের একদম বুক বরাবর। মনে হচ্ছিল, ধোনিকে হৃদয়ে ধারণ করেন গাভাস্কারের মতো কিংবদন্তিও। গাভাস্কারকে অটোগ্রাফ দেওয়ার পর তাকে আলিঙ্গনও করেন ধোনি।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৮৩