প্রকাশিত: ১৫ মে, ২০২৩ ১৮:৫৪ (বৃহস্পতিবার)
জকিগঞ্জের ৭ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

জকিগঞ্জ উপজেলার আওতাধীন ৯ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের সম্মতিক্রমে ১৪ মে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গুলো অনুমোদন করেন জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ ও সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন।
 

ঘোষিত কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন- ২ নং বিরশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি ফয়জুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলাম মালিক। ৩ নং কাজলশাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদেজুর রহমান সাজু, সদস্য সচিব কাওসার হামিদ। ৪ নং খলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল আহমদ জুনেদ,সদস্য সচিব নজরুল ইসলাম ফেরদৌস। ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  আমিনুর রশিদ রিপন, সদস্য সচিব লিমান আহমদ।৬ নং সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব রামিম হুসেন মাসুম। ৭ নং বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ, সদস্য সচিব আশজদ আহমদ ( হুসাইন)। ৮ নং কসকনকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল আহমদ লস্কর, সদস্য সচিব রুমেল আহমদ।
 

কমিটি অনুমোদন ও হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ,যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ ও সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন।
 

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন সম্পন করতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯৫