প্রকাশিত: ১৬ মে, ২০২৩ ১৬:২৬ (বৃহস্পতিবার)
বড়লেখায় তরুণ সনাতনী সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় তরুণ সনাতনী সংঘের পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৩ মে) পাখিয়ালা এলাকায় উদ্ভব ঠাকুরের আখড়ায় সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সর্বসম্মতিতে দিলীপ দাসকে সভাপতি, মিহির দত্তকে সাধারণ সম্পাদক ও রনি দত্তকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। 

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্ৰ দাস।  

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিগেন্দ্র চন্দ্র নাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সনাতনী সংঘের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গৌরাপদ রায় রাজু। 

সম্মেলনের অঞ্জন দেব, সুহেল চন্দ্ৰ, প্ৰদুৎ দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে তরুণ সনাতনী সংঘের মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক পবলু দও জয়, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলিপ দে দিপু, পূজা উদযাপন পরিষদের বড়লেখা উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম গুপ্ত ছাড়াও  জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু