প্রকাশিত: ১৭ মে, ২০২৩ ১৭:২০ (বৃহস্পতিবার)
ওসমানীনগরে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল জন্টুর পরিবার

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের আগুনে পুড়ে অসহায় জীবন যাপন করা জন্টুদেবের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০লক্ষ টাকার অনুদানের চেক প্রধান করা হয়েছে।
 

বুধবার দুপুরে উপজেলার উপজেলা প্রশাসনের হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামান্ত লাল সেন।
 

সিলেট জেলা প্রসাশক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনুয়ারুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল  আশরাফুজ্জামান পিপি এম, ভাইস চেয়ারম্যান আনা মিয়া।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার বাস্থবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী অসহায়দের কল্যাণে নানা বিধি পদক্ষেপ গ্রহন করেছেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মার্তত্বকালীন ভাতাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎনা সহায়তা এবং প্রধানমন্ত্রীর  ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়দের প্রতিনিয়ত সহায়তা করছেন। দেশের নাগরিকরা যেন স্মার্ট সুবিধা গ্রহন করে সেই লক্ষে এসব ভাতার টাকাও পাচ্ছেন ঘরে বসে। এছাড়া দেশের সামগ্রীক উন্ননের ধারাবাহিকতায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন এক অনন্য নাম। তাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরাদের সকলকে কাজ করতে হবে।
 

সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা পরিষদের সদস্য এম এ হামিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মুছাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠান শেষে তাজপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিথিরা।



 

সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-৩৩২