সিলেটের কানাইঘাট উপজেলায় পাহাড়ে ও সমতলের অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই মাদক, খুন, ধর্ষণ ও পরোয়ানাভূক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) কানাইঘাট উপজেলায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা রাতাছড়া পাহারি এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন(২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬), রউফ মিয়া (৩০)।
এসব তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ মাহি