প্রকাশিত: ১৯ মে, ২০২৩ ১৭:২৩ (শুক্রবার)
রেজিস্ট্রারি মাঠে বসে পড়লেন মেয়র আরিফ!

ছবি : পল্লব ভট্টাচার্য্য

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগামীকাল শনিবার (২০ মে) রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে  নিজের অবস্থান স্পষ্ট করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বৃহস্পতিবার (১৯ মে) বিকালে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।
 

সিসিক মেয়রকে রেজিস্টারি মাঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তিনি।
 

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাবেশের জন্য আমি তিন দিন আগে চিঠি দিয়েছে। টিভি-পত্রপত্রিকায় প্রচারণা চালিয়েছি, মাইকিং করেছি। এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করার জন্য মহানগরবাসীকে ডেকেছি।
 

পুলিশ তাকে সরে যেতে বললে মেয়র বলেন, আমি এখানে থেকে সরছি না। প্রয়োজন হলে আমাকে আটক করেন। গ্রেফতার বা জেলের ভয় দেখিয়ে আমকে আটকানো যাবে না।




 

সিলেটভিউ২৪ডটকম /পল্লব/ নাজাত